Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
07-03-2023 | 12:44 pm
অপরাধ
ঢাকা : জামিনে বের হয়ে লাপাত্তা হওয়া যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৬ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২ এর একটি দল।
র্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, ২০১৮ সালের ১৭ মে ডিএমপির কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলার আসামি লিটন হাওলাদার (৪৫) ৩৪ মাস কারাভোগ করে ২০২১ সালে জামিনে বের হন। এরপর তিনি নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।
বিজ্ঞ আদালত মাদক মামলার অবগত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণসহ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ২০২২ সালে ২৩ জুন লিটন হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল গত ৬ মার্চ রাতে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি লিটন হাওলাদারকে গ্রেপ্তার করে। তিনি মাদারীপুর সদরের মফিজ হাওলাদারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার লিটন পেশাদার মাদক চক্রের সদস্য। তার বিরুদ্ধে মাদকের দুটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলাসহ দেশের বিভিন্ন জেলা হতে মাদকদ্রব্য রাজধানীর ঢাকায় নিয়ে এসে তার অন্যান্য সংঘবদ্ধ সহযোগীদের নিকট সরবরাহ পূর্বক মাদক কারবার করে আসছিলেন।
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্তির পর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।