Breaking News
* তিন দিনে ইউক্রেনের ৩ হাজার ৭১৫ সেনা নিহত * গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত ২১ হাজার, মৃত্যু ২৫৪ * যুক্তরাষ্ট্রে হাইস্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে গুলি, নিহত ২ * ওয়ারীতে গ্যাসলাইনে আগুন, দগ্ধ ৬ * গ্রেফতার এড়াতে লাহোর হাইকোর্টে পিটিশন বুশরা বিবির * ইসরায়েলি সৈন্যদের গুলিতে ফিলিস্তিনি শিশুর মৃত্যু * জাতিসংঘের সহায়তায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে: আমু * শ্রম আইন নিয়ে সরকারের বক্তব্য জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত * কাঙ্ক্ষিত স্যাংশন না পেয়ে মির্জা ফখরুল প্রলাপ বকছেন : কাদের * মূল্যস্ফীতির লাগাম টানতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • সর্বাধিক আলোচিত

POOL

আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আপনি কি তাঁদের সাথে একমত?

Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন

আত্মগোপনে থেকে মাদকের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

07-03-2023 | 12:44 pm
অপরাধ

জামিনে বের হয়ে লাপাত্তা হওয়া যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঢাকা : জামিনে বের হয়ে লাপাত্তা হওয়া যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৬ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ এর একটি দল।

র‌্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, ২০১৮ সালের ১৭ মে ডিএমপির কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলার আসামি লিটন হাওলাদার (৪৫) ৩৪ মাস কারাভোগ করে ২০২১ সালে জামিনে বের হন। এরপর তিনি নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।

বিজ্ঞ আদালত মাদক মামলার অবগত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণসহ বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ২০২২ সালে ২৩ জুন লিটন হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল গত ৬ মার্চ রাতে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি লিটন হাওলাদারকে গ্রেপ্তার করে। তিনি মাদারীপুর সদরের মফিজ হাওলাদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার লিটন পেশাদার মাদক চক্রের সদস্য। তার বিরুদ্ধে মাদকের দুটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলাসহ দেশের বিভিন্ন জেলা হতে মাদকদ্রব্য রাজধানীর ঢাকায় নিয়ে এসে তার অন্যান্য সংঘবদ্ধ সহযোগীদের নিকট সরবরাহ পূর্বক মাদক কারবার করে আসছিলেন।

যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্তির পর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কমেন্ট

<<1>>

নাম *

কমেন্ট *

সম্পর্কিত সংবাদ

© ২০১৬ | এই ওয়েব সাইটের কোন লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি | www.dainikprithibi.com
ডিজাইন এবং ডেভেলপমেন্ট - মোঃ রেজাউল ইসলাম রিমন