Breaking News
* প্রধানমন্ত্রীকে চীন সফ‌রের আমন্ত্রণ, এ বছরই যাওয়ার নিশ্চয়তা নেই * বিএনপির আগুন সন্ত্রাস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র * মার্কিন নতুন ভিসানীতি বিএনপির জন্য প্রচণ্ড চাপ তৈরি করেছে: তথ্যমন্ত্রী * আমরা শান্তিতে বিশ্বাস করি, সংঘাতে নয়: প্রধানমন্ত্রী * তারেক-জোবাইদা রহমানের মামলায় সাক্ষ্য দিলেন ৩ ব্যাংক কর্মকর্তা * এক্সপ্রেসওয়ের রড পড়ে এফোঁড়-ওফোঁড় মাথা, শিশুর মৃত্যু * সুদানে নাগরিকদের হাতে অস্ত্র তুলে নেওয়ার নির্দেশ * লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাক গুলি করে হত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ড * বিশ্ব নেতাদের অভিনন্দন-শুভেচ্ছায় ভাসছেন এরদোয়ান * দিল্লিকে ন্যাটো প্লাসে চায় যুক্তরাষ্ট্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • সর্বাধিক আলোচিত

POOL

আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আপনি কি তাঁদের সাথে একমত?

Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন

রেজিস্ট্রেশন নবায়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

23-03-2023 | 11:39 pm
শিক্ষা

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের অনার্স ও ডিগ্রির শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন।

ঢাকা : রেজিস্ট্রেশন নবায়নের মাধ্যমে পরীক্ষার সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন ২০১০ থেকে ২০১৫ সেশনের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের অনার্স ও ডিগ্রির শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনার খান সাহেব কমরউদ্দিন ডিগ্রি কলেজের ডিগ্রি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আমিরুল ইসলাম।

তিনি বলেন, করোনার কারণে আমাদের ক্লাস পরীক্ষা বাতিল হয়ে যায়। ফলে অনেকের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যায়। আগের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষা দেওয়া যেত। কিন্তু আমাদের কোনো নোটিশ বা কোনো কিছু না জানিয়ে রেজিস্ট্রেশন নবায়নের মেয়াদ বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছে। তাই আমরা এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

খুলনা সরকারি ব্রজলাল কলেজে ইংরেজি বিভাগের অনার্সের শিক্ষার্থী মাশুকুর রহমান বলেন, আমার ৩০টি কোর্সের মধ্যে ২৯টি কোর্সে পাস করেছি। একটি কোর্সে দুবার পরীক্ষা দেওয়ার পর ফেল এসেছে। দুবারই চ্যালেঞ্জ করার পরও ফলাফলের কোনো পরিবর্তন আসেনি। এবার আবার পরীক্ষা দিতে চাইলে কর্তৃপক্ষ বলছে, নতুন নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশনের মেয়াদ আর নবায়ন করা হবে না। তাই আমি আর পরীক্ষা দিতে পারছি না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল, খুলনাসহ বিভিন্ন অঞ্চলের কলেজের শিক্ষার্থীরা।

কমেন্ট

<<1>>

নাম *

কমেন্ট *

সম্পর্কিত সংবাদ

© ২০১৬ | এই ওয়েব সাইটের কোন লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি | www.dainikprithibi.com
ডিজাইন এবং ডেভেলপমেন্ট - মোঃ রেজাউল ইসলাম রিমন