Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
20-05-2023 | 03:03 pm
অন্যান্য
ঢাকা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল সাংবিধানিকভাবে অংশগ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের উদ্যোগ গ্রহণের আহবান জানিয়েছেন কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ।
২০ মে, শনিবার সকাল ১১.৪৫ মিনিটে জাতীয় প্রেসক্লাব চত্বরে ডেমোক্রেটিক পার্টির উদ্যোগে চলমান সিটি নির্বাচনে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়, সংবিধানের আলোকে সচ্ছ ও গ্রহণযোগ্য দ্বাদশ নির্বাচন জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক এস. এম. আশিক বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ। প্রধান বক্তা ছিলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ এর সহ-সভাপতি স্বপন কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা তাজুল ইসলাম, কৃষক শ্রমিক পার্টির মহাসচিব এএসএম রাজিয়া সুলতানা রতনা প্রমুখ।
সভাপতির বক্তব্যে এস. এম. আশিক বিল্লাহ বলেন, প্রতিহিংসা নয়, রাজনৈতিক আলোচনার মধ্যদিয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে সচ্ছ নির্বাচন করার জন্য আমাদের সকলকে স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের সকল অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ঐক্য, শিক্ষা, শান্তির প্রগতির মধ্যদিয়ে ডেমোক্রেটিক পার্টি পথ চলবে।