Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
23-05-2023 | 06:09 pm
মিডিয়া
ঢাকা: সাংবাদিকতার সোপান নির্মাণে প্রায়ত সাংবাদিকরা ছিলেন পথিকৃৎ। পেশাদারিত্ব বজায় রেখে তাদের অনেকেই কর্মময় জীবনকে অমরত্ব দিয়েছেন। আমাদেরকে তাদের দেখানো পথ অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও জার্নালিস্টস্ কমিউনিটি অব বাংলাদেশ (জেসিবি) এর সদস্য সচিব মোঃজাকির হোসেন।
মঙ্গলবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে ‘সাংবাদিক সমাজের মরহুম সদস্যদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক কালে সাংবাদিক সমাজ যাদেরকে হারিয়েছে: জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আজহার মাহমুদ, প্রবীন সাংবাদিক মাহতাব উদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, দৈনিক দিনকালের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান সরকার, আব্দুস শহীদ, পীর হাবিবুর রহমান, মোঃ শাহজাহান, শওকত রেজা, দেশের নন্দিত কথা সাহিত্যিক রাহাত খান, মেধাবী ছাত্রনেতা ফেরদৌস আহমেদ কোরেশী, কবি মাশুক চৌধুরী ও 'গেদুচাচা' খ্যাত খোন্দকার মোজাম্মেল হকসহ অনেক সাংবাদিক।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, জার্নালিস্টস্ কমিউনিটি অব বাংলাদেশ (জেসিবি) এর আহবায়ক মোহাম্মদ আলী ও সংগঠনের এর সদস্য সচিব মোঃজাকির হোসেন, কালাম ফয়েজি, এস এম সরওয়ার জাহান, তারিকুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী প্রমুখ।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এম তাজুল ইসলাম বলেন, প্রয়াত সাংবাদিকরাই ঢাকা সাংবাদিক ইউনিয়ন তৈরি করেছেন, সেই পথে আমরা এখন হাঁটছি, কেউ কেউ দৌড়াচ্ছেন, আমরা তাদের শ্রদ্ধ্যায় রাখতে চাই, স্মরণ করতে চাই। মরে গেলেও তারা তাদের কর্মে, ব্যবহারে আমাদের জীবনাচারে থেকে যাবেন। তাদের অনেকেই পেশাদারিত্বের প্রতি অবিচল ছিলেন। তাই তারা আমাদের পাথেয় হয়ে থাকবেন।'
প্রায়ত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মেনাজাত অনুষ্ঠিত হয়।