Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
25-05-2023 | 02:19 pm
গ্রাম বাংলার খবর
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় একটি বাড়ি থেকে ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা সীমান্তবর্তী মোবারক সোহাগ হোসেনের বাড়ি থেকে এসব ভারতীয় গহনা উদ্ধার করে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। সোহাগ উপজেলা দর্শনা পৌরসভার মোবারকপাড়ার গেদু মিয়ার ছেলে।
বিজিবি জানায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে সোহাগের বাড়ি থেকে ৭৭ কেজি ৭০০ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়। এ ঘটনায় দর্শনা থানায় একটি মামলা করে উদ্ধারকৃত রুপার গহনাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।