Breaking News
* কোনো দলকে উদ্দেশ্য করে মার্কিন ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী * ৫২ বছরে আমাদের অর্জন মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসানীতি : দুদু * ইথিওপিয়াকে বাংলা‌দে‌শের স‌ঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব * খালেদা জিয়ার বিদেশ যাওয়ার কোনো আবেদন আসেনি : আইনমন্ত্রী * দুবাইয়ে দাঁড়িয়ে শিল্পবান্ধব বাংলার ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী * ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র * যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারে সিগারেট * রুপার্ট মারডকের ৭ দশকের রাজত্বের অবসান * শীতের আগেই রাশিয়ার ‘জ্বালানি-সন্ত্রাস’ শুরু করেছে: ইউক্রেন * যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভয় পাওয়া কিংবা ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • সর্বাধিক আলোচিত
কোনো দলকে উদ্দেশ্য করে মার্কিন ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু ৫২ বছরে আমাদের অর্জন মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসানীতি : দুদু শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে হবে ইথিওপিয়াকে বাংলা‌দে‌শের স‌ঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব কোটি টাকার সম্পদে স্ত্রীসহ ফাঁসছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা নজরুল খালেদা জিয়ার বিদেশ যাওয়ার কোনো আবেদন আসেনি : আইনমন্ত্রী দুবাইয়ে দাঁড়িয়ে শিল্পবান্ধব বাংলার ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারে সিগারেট

POOL

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্রবিরোধী ও ষড়যন্ত্রনির্ভর রাজনৈতিক দল। আপনি কি তাঁর সাথে একমত?

Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন

বিএনপি হিতাহিত জ্ঞানশূন্যদের থামাবে কে?

18-06-2023 | 05:22 pm
মুক্তচিন্তা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি এম আব্দুল্লাহ। ফাইল ছবি।

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি এম আব্দুল্লাহ তাঁর ফেইসবুক পেইজে বিএনপির কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় বা তৃতীয় সারির কিছু নেতাদের বর্তমান কার্যকলাপ নিয়ে একটি স্ট্যাটাস দেন যা হুবহু তুলে ধরা হলো।

টানা ১৭ বছর ক্ষমতার বাইরে বিএনপি। দলটির অগনিত নেতাকর্মী মামলা, হামলা, রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়ে দুঃসহ জীবন কাটাচ্ছেন। পরিবারের কাছে অনেকে প্রায় অপাংতেয়, অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। স্ত্রী-সন্তানের সঙ্গে ঘরে ঘুমাতে পারেন না হাজারো নেতা-কর্মী। লাখো জাতীয়তাবাদী সৈনিক হয় জেলে, না হয় আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে জীবন-যৌবনের প্রায় এক তৃতীয়াংশ পার করে দিচ্ছেন। কেবল আদর্শের প্রশ্নে নিরাপস থাকায় বেকারত্ব আর সীমাহীন অভাব-অনটনে সংসারের ঘানি টানতে গিয়ে এখন ক্লান্ত । যাদের টুকটাক ব্যবসা-বাণিজ্য ছিল সেগুলো ধ্বংস হয়েছে অনেক আগেই। অনেকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়ার খবরও সংবাদমাধ্যমে উঠে আসছে।

শুধু দলীয় নেতাকর্মী কেন, এ দলটির আদর্শ লালনকারী বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরাও জেল, জুলুম, নিপীড়ন, বঞ্চনা, লাঞ্ছনার শিকার হয়ে বর্ণনাতীত কষ্টের জীবন যাপন করছেন দেড় যুগ ধরে। অনেকে নির্বাসিত জীবনে।

এ যখন সামগ্রিক চিত্র, তখন দলটির কতিপয় নেতার আরাম-আয়েশ ও বিলাসিতা রীতিমতো চোখ ধাধানো। কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় বা তৃতীয় সারিতে কিংবা অঙ্গ ইউনিয়নের বড়ো পদে, অথবা পেশাজীবি সংগঠনের পদ বাগিয়ে নিতে পেরেছেন- এমন গুটিকতক নেতার ভোগবিলাস, ঘন ঘন গাড়ির মডেল পাল্টানো, বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণ, রাজধানীর অভিজাত পাড়ায় বিলাসী জীবন, ২-৫ কোটি টাকা দামের ফ্ল্যাটে বসবাস, নিয়মিত নানা পার্টিতে মোজ-মাস্তি চোখে পড়ছে হরহামেশা।

কান পাতলেই শোনা যাচ্ছে - নানা ছুতায় দেশ-বিদেশের দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের কাছ থেকে মোটাদাগে চাঁদাবাজির কথা। দলের বড়ো কোন কর্মসূচি ঘোষিত হলেই তাদের পোয়াবারো। সহানুভূতিশীল ব্যবসায়ী ও বিত্তশালীদের ভুয়া বিলাতি-বার্তা দিয়ে ব্যক্তিগত ব্যাংক-ব্যালেন্স হৃষ্টপুষ্ট করেন। নতুন সম্পদ গড়ার মওকা পেয়ে যান। কমিটি বাণিজ্যতো বাসি খবর।

দলীয় গঠনতন্ত্র শুধরে এক ব্যক্তি এক পদ নির্ধারণ করা হলেও বাস্তবে ঘটছে ভিন্ন। ৩/৪টি পদ ব্যাবহার করে দলের বা দায়িত্বভূক্ত কমিউনিটির জন্যে কিছু করতে না পারলেও নিজের আখের গোছানোতে যোগ্যতার কমতি নেই তাদের। ধরা যাক, বিশেষ কোন কমিউনিটি নিয়ে কাজ করার দায়িত্ব পেয়েছেন ক'জন। তাদের কাজ হওয়ার কথা ওই কমিউনিটির কল্যাণে। কোন ভেদাভেদ, অভ্যন্তরীণ মতপার্থক্য থাকলে তা নিরসনে উদ্যোগী হওয়া, সকলকে সঙ্গে নিয়ে দল ও জাতীয় স্বার্থে ভূমিকা পালনে উৎসাহ দেয়া।

কিন্তু দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। নিজেদের দায়িত্ব-কর্তব্যে ব্যর্থতার পাশাপাশি বিভেদ, বিদ্বেষ উস্কে দিয়ে নতুন নতুন দেয়াল তৈরি করাই যেন তাদের কর্তব্য। ব্যক্তিগত ইগো, প্রতিহিংসা, পছন্দ-অপছন্দ, পাওয়া না পাওয়ার হিসাব প্রাধান্য পাচ্ছে তাদের কর্মকাণ্ডে। উপেক্ষিত হচ্ছে দলীয় বা জাতীয় স্বার্থ। অনৈতিক খায়েশ মেটাতে আক্রোশ চরিতার্থ করা হচ্ছে, দল ও আদর্শিক ভিত সুদৃঢ় করার পরিবর্তে ব্যক্তিগত বলয় সৃষ্টির নোংরা খেলায় মেতে উঠছে। একজনতো নিজের আক্রোশ মেটাতে গুরুত্বপূর্ণ একটি পেশার গর্বের প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী প্রার্থীকে হারিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চূড়ান্ত নোংরামিতে জড়িত খলনায়ককে জয়ী করে তৃপ্তির ঢেকুর তুলেছেন প্রকাশ্যে। এখন তার খেসারত দিচ্ছে দল ও পেশার মানুষদের। আরেক জন কোন এক অনুষ্ঠান মঞ্চে প্রত্যাশিত অবস্থানে চেয়ার না পেয়ে তার প্রতিশোধ নিতে কমিউনিটির বৃহত্তম সংগঠনকে প্রতিপক্ষ জ্ঞান করছেন। নেতৃত্বকে তাচ্ছিল্যের ধৃষ্টতা দেখাচ্ছেন। মুই কি হনুরে ভাব তাঁর। এর সুদূরপ্রসারী পরিনাম যে কত মারাত্মক হতে পারে সে বোধও হারিয়ে ফেলেছেন।

সবচেয়ে উদ্বেগের দিক হলো তাদের বেপরোয়া আচার-আচরণ। ধরাকে সরা জ্ঞান করছেন এদের কেউ কেউ। পদ পদবীকে পৈতৃক জমিদারী ভাবছেন। ভাবটা এমন, ক্ষমতার গাড়ি বারান্দায় পৌঁছে গেছেন তারা। আর কয়েক পা এগুলেই গদি। পদ পদবী বন্টন করে নিজে নিচ্ছেন, অনুগত অপদার্থ তেলবাজদেরও দিচ্ছেন। চেয়ারে বসে কাকে কি দেবেন সেই প্রতিশ্রুতির ফুলঝুরি যেমন ছড়াচ্ছেন, তেমনি অপছন্দের লোকদের কিভাবে শায়েস্তা করবেন, পথে নামাবেন সে রকম হুংকারও দিচ্ছেন। বিলাতী হট-কানেকশনের আষাঢ়ে গল্প গেলাচ্ছেন প্রতিনিয়ত। এসব দেখে রীতিমতো ভিরমি খেতে হচ্ছে বোদ্ধাদের।

অনেকে বলছেন- ক্ষমতার ঘ্রাণ পেতে শুরু করেছে বিএনপি। এ ঘ্রাণে অনেকে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছেন। এটা ঠিক যে, দেশের সবচেয়ে জনপ্রিয় ও সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থনপুষ্ট দল বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে দেশি-বিদেশি চক্রান্তে, অপশক্তির জোরে। সুষ্ঠু নির্বাচন হলে এ দলটি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রশ্নাতীত। কিন্তু মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নির্বাসিত তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের অপরিমেয় ত্যাগ-তিতিক্ষা; কোটি কোটি কর্মী সমর্থকের রক্ত, শ্রম, ঘামে হিমালয়সম প্রতিকূলতায় টিকে আছে বিএনপি। অথচ দলের পদ-পদবী পুঁজি করে গুটি কতক সুবিধাবাদী, স্বার্থান্ধ, উচ্চাভিলাসী, মুনাফেক চরিত্রের ব্যক্তির খেয়াল-খুশি সত্যিকারের ত্যাগীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। হতাশায় ডোবাচ্ছে।

কমেন্ট

<<1>>

নাম *

কমেন্ট *

সম্পর্কিত সংবাদ

© ২০১৬ | এই ওয়েব সাইটের কোন লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি | www.dainikprithibi.com
ডিজাইন এবং ডেভেলপমেন্ট - মোঃ রেজাউল ইসলাম রিমন