Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
23-06-2023 | 10:07 am
বিচিত্র পৃথিবী
ডেস্ক : রাস্তার উপর বিশাল এক সাইনবোর্ড। তারই উপর উঠে পড়েছেন এক ব্যক্তি। শুধু ওঠাই নয়, করছেন একের পর এক পুশআপ। আবার কখনও যোগ ব্যায়াম। সম্প্রতি এমনই এক দৃশ্য ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
ভারতীয় গণমাধ্যম এইসময়ের খবরে বলা হয়, অদ্ভুত এ ঘটনাটি ঘটেছে ওড়িশার পাটনাগড়ে। সেখানেই এক যুবককে একটি হাইওয়ের মাঝের সাইনবোর্ডে উঠে পুশআপ করতে দেখা গিয়েছে।
আজব এ দৃশ্য দেখে রাস্তায় দাড়িয়ে পড়ে অধিকাংশ গাড়ি। ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষের নজর কেড়েছে।
ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি বড় রাস্তার মাঝে লাগানো একটি উচু সাইনবোর্ডে উঠে পড়েছেন এক ব্যক্তি। সেখানেই তিনি বেশ কয়েকবার পুশআপ করলেন। নিচ দিয়ে চলেছে গাড়ি, বাইক।
যদিও এক ভিডিও দেখলে আপনিও প্রথমে ধরতে পারবেন না যে আসলে হচ্ছেটা কী!
তবে এক্ষেত্রে সামান্য অসতর্ক হলেই যে ঘটতে পারত বড়সড় বিপদ। নেটিজেনরা বলছেন, ওই ব্যক্তি সম্ভবত মদ্যপ অবস্থায় ছিলেন তাই এমন কাজ করতে পেরেছিলেন।