Breaking News
* কোনো দলকে উদ্দেশ্য করে মার্কিন ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী * ৫২ বছরে আমাদের অর্জন মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসানীতি : দুদু * ইথিওপিয়াকে বাংলা‌দে‌শের স‌ঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব * খালেদা জিয়ার বিদেশ যাওয়ার কোনো আবেদন আসেনি : আইনমন্ত্রী * দুবাইয়ে দাঁড়িয়ে শিল্পবান্ধব বাংলার ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী * ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র * যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারে সিগারেট * রুপার্ট মারডকের ৭ দশকের রাজত্বের অবসান * শীতের আগেই রাশিয়ার ‘জ্বালানি-সন্ত্রাস’ শুরু করেছে: ইউক্রেন * যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভয় পাওয়া কিংবা ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • সর্বাধিক আলোচিত
কোনো দলকে উদ্দেশ্য করে মার্কিন ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু ৫২ বছরে আমাদের অর্জন মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসানীতি : দুদু শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে হবে ইথিওপিয়াকে বাংলা‌দে‌শের স‌ঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব কোটি টাকার সম্পদে স্ত্রীসহ ফাঁসছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা নজরুল খালেদা জিয়ার বিদেশ যাওয়ার কোনো আবেদন আসেনি : আইনমন্ত্রী দুবাইয়ে দাঁড়িয়ে শিল্পবান্ধব বাংলার ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারে সিগারেট

POOL

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্রবিরোধী ও ষড়যন্ত্রনির্ভর রাজনৈতিক দল। আপনি কি তাঁর সাথে একমত?

Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন

যে শহরে বাড়িতে কুকুর পুষতে নিতে হবে প্রতিবেশীদের অনুমতি

30-07-2023 | 03:14 pm
বিচিত্র পৃথিবী

বিশ্বের বহু মানুষের কাছেই পোষ্য প্রাণী হিসেবে কুকুর বেশ জনপ্রিয়।

ডেস্ক: বিশ্বের বহু মানুষের কাছেই পোষ্য প্রাণী হিসেবে কুকুর বেশ জনপ্রিয়। আর এই কারণে অনেকেই তাদের বাড়িতে কুকুর পুষতে চান। কিন্তু এই পোষ্য প্রাণী নিয়ে প্রতিবেশী বা আশপাশের লোকেদের সঙ্গে মনোমালিন্যের বেশ কিছু ঘটনাও সাম্প্রতিক সময়ে সামনে এসেছে।

এমনকি এই বিষয়ে দ্বন্দ্ব মিটমাট করতে আসরে নামতে হয়েছে স্থানীয় প্রশাসনকেও। এই পরিস্থিতিতে এই সব ‘ঝামেলা’ এড়াতে অদ্ভুত উদ্যোগ নিলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের এক শহর। এতে করে এখন থেকে বাড়িতে কুকুর পুষতে অনুমতি নিতে হবে প্রতিবেশীদের।

তবে এই নিয়মটি কেবল একটি নির্দিষ্ট শহরের জন্যই প্রযোজ্য। শনিবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন (আরএমসি) একটি নিয়ম চালু করেছে। সেই নিয়ম অনুযায়ী, কেউ বাড়িতে কুকুর পুষতে চাইলে প্রতিবেশীদের থেকে অনাপত্তিপত্র (নো অবজেশন সার্টিফিটেক বা এনওসি) নিতে হবে।

এতে করে পোষ্য প্রাণীর পালকরা আরও বেশি দায়িত্বশীল হবে বলে আশা করছে রুদ্রপুর পৌর কর্তৃপক্ষ। বলা হয়েছে, উধম সিং নগর জেলার এই শহরের পৌর কর্তৃপক্ষ ২০২২ সালের ডগস লাইসেন্স ফি অ্যাক্ট বাস্তবায়নের জন্য ডগ ওনারশিপের এই নিয়ম চালু করা হলো।

এই নীতির অধীনে বাড়িতে কুকুর পোষার জন্য প্রতিবেশীর কাছ থেকে এনওসি নিতে হবে। পাশাপাশি বিষয়টি পৌর কর্তৃপক্ষকেও জানাতে হবে।

অবশ্য শহরটিতে বর্তমানে চার হাজার পোষ্য কুকুর রয়েছে বলে মনে করা হয়। আর পৌর কর্তৃপক্ষের কাছে মাত্র ৩৭টি পোষ্য কুকুরের রেজিস্ট্রেশন রয়েছে। এ থেকেই পোষ্য প্রাণী নথিভুক্তিকরণে রুদ্রপুরবাসীদের অনীহা প্রকাশ পাচ্ছে।

কিন্তু এরপরও এই নিয়মকে বাধ্যতামূলক করতে চায় পৌর কর্তৃপক্ষ। অবশ্য বিষয়টি নিয়ে অসন্তোষ স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

কমেন্ট

<<1>>

নাম *

কমেন্ট *

সম্পর্কিত সংবাদ

© ২০১৬ | এই ওয়েব সাইটের কোন লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি | www.dainikprithibi.com
ডিজাইন এবং ডেভেলপমেন্ট - মোঃ রেজাউল ইসলাম রিমন