Breaking News
* কোনো দলকে উদ্দেশ্য করে মার্কিন ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী * ৫২ বছরে আমাদের অর্জন মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসানীতি : দুদু * ইথিওপিয়াকে বাংলা‌দে‌শের স‌ঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব * খালেদা জিয়ার বিদেশ যাওয়ার কোনো আবেদন আসেনি : আইনমন্ত্রী * দুবাইয়ে দাঁড়িয়ে শিল্পবান্ধব বাংলার ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী * ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র * যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারে সিগারেট * রুপার্ট মারডকের ৭ দশকের রাজত্বের অবসান * শীতের আগেই রাশিয়ার ‘জ্বালানি-সন্ত্রাস’ শুরু করেছে: ইউক্রেন * যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভয় পাওয়া কিংবা ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • সর্বাধিক আলোচিত
কোনো দলকে উদ্দেশ্য করে মার্কিন ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু ৫২ বছরে আমাদের অর্জন মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসানীতি : দুদু শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে হবে ইথিওপিয়াকে বাংলা‌দে‌শের স‌ঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব কোটি টাকার সম্পদে স্ত্রীসহ ফাঁসছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা নজরুল খালেদা জিয়ার বিদেশ যাওয়ার কোনো আবেদন আসেনি : আইনমন্ত্রী দুবাইয়ে দাঁড়িয়ে শিল্পবান্ধব বাংলার ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারে সিগারেট

POOL

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্রবিরোধী ও ষড়যন্ত্রনির্ভর রাজনৈতিক দল। আপনি কি তাঁর সাথে একমত?

Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন

বাড্ডায় বাসায় ঢুকে আড়াই লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

06-08-2023 | 11:26 pm
অপরাধ

উত্তর বাড্ডার তেঁতুলতলা এলাকায দৈনিক ভোরের কাগজের ইলেকট্রেশিয়ান মো. মাহবুব হাসানের বাসায় ঢুকে নগদ আড়াই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঢাকা : রাজধানীর বাড্ডায় একটি বাসায় ঢুকে নগদ আড়াই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। লুটের সময় ওই বাসায় এক নারী ও শিশুকে মারধর করে দুর্বৃত্তরা।

রোববার (৬ আগস্ট) দুপুরে দিকে উত্তর বাড্ডার তেঁতুলতলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসাটি দৈনিক ভোরের কাগজের ইলেকট্রেশিয়ান মো. মাহবুব হাসানের।

মাহবুব হাসান অভিযোগ করেন, খালাতো বোনকে নিয়ে তার মা মর্জিনা বেগম বাসায় তালা দিয়ে কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে তারা বাসায় ফিরে দেখেন, দরজায় তালা দেওয়া নেই। এসময় দরজা কলিং বেল বাজালে ভেতরে থাকা দুর্বৃত্তরা তার মা ও বোনকে টেনে ঘরে নেওয়ার চেষ্টা করে। তারা এতে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের মারধর করে পালিয়ে যায়।

তিনি জানান, পরে তার মা ঘরে প্রবেশ করে দেখেন পুরো ঘর তছনছ করে রেখে গেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ঘর থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুজন দুর্বৃত্ত এই লুটের ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে ডিএমপির বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কমেন্ট

<<1>>

নাম *

কমেন্ট *

সম্পর্কিত সংবাদ

© ২০১৬ | এই ওয়েব সাইটের কোন লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি | www.dainikprithibi.com
ডিজাইন এবং ডেভেলপমেন্ট - মোঃ রেজাউল ইসলাম রিমন