Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
16-08-2023 | 06:32 pm
মুক্তচিন্তা
ঢাকা: মহান আল্লাহপাক মানুষের প্রয়োজনে ও বুঝার দরকারে এবং সৃষ্টির প্রয়োজনে বিশ্বকে বিভিন্ন রকমের রং দিয়ে এবং বিভিন্ন নাম ও জাতের ছোট বড় গাছ, পাতা-লতা, পাতা-শাক, সবজী, ফল-ফলাদী, তরী-তরকারী, মাছ- পশু, পাখি, জীব-জানোয়ার, সাপ-বিচ্ছু, পোকা-মাকড়সহ ইত্যাদি কিটপতঙ্গ সৃষ্টি করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের জায়গার মাটির ও পানির রংও এক এক রকমের হয়ে থাকে। ফল-গাছের পাতা ও ফলের রং এবং স্বাদও বিভিন্ন রকমের হয়ে থাকে। আকাশের রংও বিভিন্ন সময় বিভিন্ন রংয়ের দেখা যায়। গবেষক ও বৈজ্ঞানিকগণ সকল রংয়ের হিসাব মিলাতে পারবেন যদি চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশের বিভিন্ন পেশা ও শ্রেণীর নেতাদের মনের রং কোনদিন হিসাব করে মিলাতে পারবেন না। কখন কোন পরিস্থিতিতে কোন নেতার মনের রং কেমন হবে তা সেই নেতাও বুঝতে পারবেন না। তবে হা ভূক্তভোগীরা নেতাদের মনের ও রংয়ের গতি পুরোপুরিভাবে না হলেও মোটামুটিভাবে বুঝতে পারবেন।
দুনিয়ার সাপ-বিচ্ছুর বিশাক্ত কামড়ের বিষে মানুষ-জীব, জানোয়ার-পশু, পাখির মৃত্যু হয় এবং ভাগ্যক্রমে কেউ বেঁচেও যায়। কবরের সাপ-বিচ্ছুর কামড়ে মৃত্যু হবেনা এবং বিষের অসহ্য যন্ত্রনা ও জ্বালা কখনও ছাড়বে না। ‘কে নেতা, কে এমপি, কে মন্ত্রী, কে আমলা’ তাও বুঝবেনা এবং কাউকে চিনবে না। মহান আল্লাহ পাকের হুকুমে অনন্তকাল ধরে কামড়াতেই থাকবে। দুনিয়ার সামান্য মশা-ছাড়পোকার কামড়ে অসহ্য জ্বালা পোড়া করে এবং মানুষকে অস্থির বানিয়ে রাখে। আরামের ঘুমকে হারামে পরিণত করে দেয়। যা দোযখের ভয়াবহ আযাবের বালুকনা পরিমাণের চেয়েও শত শত কোটি ভাগ কম হবে, দুনিয়ার মশা-ছাড়পোকার কামড়ের যন্ত্রণা। তাহলে আমাদের যে কোন কর্মকান্ড বাস্তবায়নের আগে বুঝতে হবে পরবর্তী পাওনা ফল আমাদের জন্য কেমন হতে পারে এবং সেই মোতাবেক হিসাব করে কাজ করতে পারলে উভয় পারেই শান্তি পাওয়া যাবে এবং সুনাম নিয়ে মৃত্যুবরণ হবে।