Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
06-09-2023 | 04:50 pm
অন্যান্য
নিজস্ব প্রতিবেদক : ৪ সেপ্টেম্বর সন্ধা ৬টায় “চেষ্টা”র পক্ষ থেকে রাওয়া, লেডিস ক্লাবে (লিফট-৪) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিতি ইব্রাহিম ,মুক্তি যোদ্ধা গীতশ্রী চৌধুরী সহ চেষ্টা’র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এম.হারুন-আর-রশিদ, বীর প্রতীক (অবঃ) ।
আরো উপস্থিত ছিলেন “চেষ্টা”র উপদেষ্টাগণ, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-অর-রশীদ, জহুরুল হক, সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ সরকার ।
”চেষ্টা”, বীরকন্যা ও বীরঙ্গনাদের পূর্নবাসনের জন্য কাজ করে থাকে। “চেষ্টা” নারী সংগঠনের সঙ্গে জড়িত আছেন সমাজের স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। চেষ্টা’র চলমান কার্যক্রম সম্পর্কে তারা ভূয়সী প্রশংসা করেন । উল্লেখ্য, রিতি ইব্রাহীম স্বনামধন্য ড. নিলিমা ইব্রাহীম এর কন্যা। ১৯৭১ সালে বীরঙ্গনাদের পূর্নবাসন করার সময় তিনি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। দেশের বিশিষ্ট ব্যাক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি “চেষ্টা”র” সভাপতি লায়লা নাজনীন হারুন এবং সমাপনি বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দিলরুবা বেগম। সম্পূর্ণ অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন, গুলশান নাসরীন চৌধুরী এবং নিম্মি চৌধুরী।