Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন
10-09-2023 | 06:50 pm
গ্রাম বাংলার খবর
ফরিদপুর : ফরিদপুর জেলা বাইসস প্রতিনিধি সমাবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সম্মিলিত ভাবে কাজ করতে হবে সবার প্রতি আহবান জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআই এর সহ-সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি)।
শনিবার শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ মিলনায়তনে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) এর ফরিদপুর জেলা প্রতিনিধি সমাবেশে তিনি এসব কথা বলেন।
বাইসস ফরিদপুর জেলা প্রতিনিধি সমাবেশে ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) আওয়ামীলীলীগের উন্নয়ন কর্মকান্ড জনগনের মাঝে তুলে ধরার আহবান জানান এবং আগামী সংসদ নির্বাচনে সকলকে একযোগে নৌকা মার্কার পক্ষে কাজ করতে বলেন।এসময় তিনি বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের ফলে বাংলাদেশের সুদৃঢ় অর্থনীতি ও শিল্প সম্মৃদ্ধির বর্ণনা তুলে ধরেন। ড. যশোদা জীবন দেবনাথ বলেন নানা ষড়যন্ত্র পেড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মাসেতু নির্মাণ করে দক্ষিন বঙ্গের তথা সারা বাংলাদেশের জন্য যোগাযোগ ব্যবস্থায় এক মাইলফলক তৈরী করেছেন। এসময় তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র, কর্ণফুলী ট্যানেল, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ সরকারের নানামূখী উন্নয়নের চিত্র তুলে ধরেন।
ইউ.পি সদস্য মোঃ আদর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাইসস মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইসস এর সিনিয়র ভাইস-চেয়ারম্যান হাসান রকীব আজাদ। বিশেষ অতিধি হিসাবে উপস্থিত ছিলেন বাইসস এর ফরিদপুর জেলা শাখা সংগঠক আবুল খায়ের মিয়া (সিআইপি), ফরিদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, বোয়ালমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা প্রমুখ।