Breaking News
* কোনো দলকে উদ্দেশ্য করে মার্কিন ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী * ৫২ বছরে আমাদের অর্জন মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসানীতি : দুদু * ইথিওপিয়াকে বাংলা‌দে‌শের স‌ঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব * খালেদা জিয়ার বিদেশ যাওয়ার কোনো আবেদন আসেনি : আইনমন্ত্রী * দুবাইয়ে দাঁড়িয়ে শিল্পবান্ধব বাংলার ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী * ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র * যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারে সিগারেট * রুপার্ট মারডকের ৭ দশকের রাজত্বের অবসান * শীতের আগেই রাশিয়ার ‘জ্বালানি-সন্ত্রাস’ শুরু করেছে: ইউক্রেন * যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে ভয় পাওয়া কিংবা ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • সর্বাধিক আলোচিত
কোনো দলকে উদ্দেশ্য করে মার্কিন ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী আড়াইহাজারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু ৫২ বছরে আমাদের অর্জন মার্কিন নিষেধাজ্ঞা আর ভিসানীতি : দুদু শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে হবে ইথিওপিয়াকে বাংলা‌দে‌শের স‌ঙ্গে সরাসরি বিমান চালুর প্রস্তাব কোটি টাকার সম্পদে স্ত্রীসহ ফাঁসছেন চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তা নজরুল খালেদা জিয়ার বিদেশ যাওয়ার কোনো আবেদন আসেনি : আইনমন্ত্রী দুবাইয়ে দাঁড়িয়ে শিল্পবান্ধব বাংলার ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারে সিগারেট

POOL

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্রবিরোধী ও ষড়যন্ত্রনির্ভর রাজনৈতিক দল। আপনি কি তাঁর সাথে একমত?

Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন

পান্নারূপে দেখা দিলেন মিম

10-09-2023 | 08:39 am
বিনোদন

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

ডেস্ক : শহিদ সাংবাদিক ও কথাসাহিত্যিক শহীদুল্লাহ কায়সার ও তার স্ত্রী পান্না কায়সারের প্রেমময় জীবনের কিছু অংশ নিয়ে নির্মিত হচ্ছে ‘দিগন্তে ফুলের আগুন’ নামের একটি সিনেমা।

পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার সহপ্রযোজক প্রখ্যাত অভিনেত্রী শমী কায়সার। এ সিনেমায় পান্ন কায়সারের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

কিছুদিন আগে পান্না কায়সার মারা যান। তখনো সিনেমাটির শুটিং চলছিল। মাঝে দুদিন বিরতি ছিল। সে বিরতিতে পান্না কায়সারের সঙ্গে দেখা করার কথা ছিল মিমের। কিন্তু তার আগেই তিনি ধরাধাম ত্যাগ করেন। খানিক বিরতি দিয়ে আবারও এ সিনেমার শুটিং শুরু হয়।

পান্না কায়সাররূপে এবার সামনে এসেছেন মিম। এ সিনেমায় মায়ের চরিত্রে মিমকে নেওয়া প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘আমার মা ছিলেন গ্রামের সাদামাটা এক মেয়ে। একটু লম্বা, শারীরিক গড়নটা যেমন, সেটার সঙ্গে মিমই মানানসই আমার কাছে মনে হয়েছে। আর নিঃসন্দেহে ভালো অভিনয় করে। যে কারণে আমার মায়ের চরিত্রে তাকে নেওয়া।’

মিম বলেন, ‘ছোটবেলা থেকেই শমী আপুর অভিনয়ের ভক্ত আমি। কত নাটকে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি এর কোনো হিসাব নেই। তার হাসি, কথা, ব্যক্তিত্ব আমাকে দারুণভাবে মুগ্ধ করে। সেই প্রিয় মানুষ, প্রিয় শিল্পী শমী আপুর মায়ের চরিত্রে অভিনয়ের কথা যখন তিনি আমাকে জানালেন, তখন আসলে কোনোকিছু না ভেবেই রাজি হই। এমন একটা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে আমি ধন্য। সর্বোচ্চ চেষ্টা করেছি পান্না কায়সার আন্টির চরিত্রটি ফুটিয়ে তুলতে। আমার বিশ্বাস এ সিনেমাটিও আমার অভিনয় জীবনের মাইলফলক হয়ে থাকবে।’

এরই মধ্যে মিম সিনেমাটির কাজ শেষ করেছেন বলে জানিয়েছেন মিম।

কমেন্ট

<<1>>

নাম *

কমেন্ট *

সম্পর্কিত সংবাদ

© ২০১৬ | এই ওয়েব সাইটের কোন লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি | www.dainikprithibi.com
ডিজাইন এবং ডেভেলপমেন্ট - মোঃ রেজাউল ইসলাম রিমন