Breaking News
* দিল্লি কি এভাবে অপকর্ম চালিয়ে যেতে বলেছে: মির্জা ফখরুল * প্রধানমন্ত্রীর মহানুভবতা বিএনপি টের পাচ্ছে না : তথ্যমন্ত্রী * প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন ফখরুল * সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায়: মির্জা ফখরুল * নাম ফাঁস হওয়া বিজ্ঞানীরাই পেলেন রসায়নের নোবেল * ২৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা * নোবেল জয়ের খবর শুনে ক্লাস নিতে চলে যান আন্না লুইলিয়ে * পারমাণবিক সাবমেরিন দুর্ঘটনায় ৫৫ চীনা নাবিকের মৃত্যুর শঙ্কা * ছোট নৌকায় চড়ে স্প্যানিশ দ্বীপে পৌঁছাল ২৮০ অভিবাসী * তিস্তায় হু হু করে বাড়ছে পানি, সিকিমে নিখোঁজ ৪৩
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • সর্বাধিক আলোচিত

POOL

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঐতিহ্যগতভাবে গণতন্ত্রবিরোধী ও ষড়যন্ত্রনির্ভর রাজনৈতিক দল। আপনি কি তাঁর সাথে একমত?

Note : জরিপের ফলাফল দেখতে ভোট দিন

সৌদি আরবের পতাকার মিনিস্কার্ট তৈরি, ক্ষমা চাইল ফ্যাশন ডিজাইনার

18-09-2023 | 08:10 am
অফবিট

সৌদি আরবের পতাকার মিনিস্কার্ট তৈরি, ক্ষমা চাইল ফ্যাশন ডিজাইনার।

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পতাকা দিয়ে মিনিস্কার্ট তৈরি করে সমালোচনার মুখে পড়েছেন এক ফ্যাশন ডিজাইনার। আর কঠোর সমালোচনার পর তিনি এ ঘটনায় ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন, সৌদির পতাকা দিয়ে যেসব স্কার্ট তৈরি করা হয়েছে সেগুলো সরিয়ে ফেলা হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।

সৌদি আরবের পতাকায় পবিত্র কালেমা লেখা আছে। আর পবিত্র লেখাযুক্ত কাপড় দিয়ে মিনিস্কার্ট তৈরি করায় তুমুল সমালোচিত হন এটির ডিজাইনার মোয়ালোলা ওগুনলেসি। তার ডিজাইনকৃত স্কার্টটি পরে এক মডেল একটি রানওয়ে শোতে অংশ নেন। এরপরই বিষয়টি সবার নজরে আসে।

স্কার্টটিতে কালেমাটিও লেখা আছে। আর এ বিষয়টি প্রকাশ পাওয়ার পর সবাই বেশ ক্ষুব্ধ হন। এরপর এই ফ্যাশন ডিজাইনার ক্ষমা চাইতে বাধ্য হন এবং জানান এ ঘটনায় তিনি বেশ অনুতপ্ত হয়েছেন। তিনি আরও জানান, তার জানা ছিল না সৌদির পতাকায় পবিত্র ও ধর্মীয় বাক্য লেখা বা অঙ্কিত থাকে।

ওই রানওয়ে শোতে অন্যান্য দেশের পতাকার স্কার্ট পরে অংশ নেন অন্য মডেলরা। তবে সৌদির পতাকায় যেহেতু পবিত্র বাণী লেখা আছে— ফলে এ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন সবাই।

এদিকে কালেমা খচিত থাকায় সৌদি আরবে পতাকা নিয়ে আলাদা কঠোর আইন রয়েছে। শুধুমাত্র কালেমা থাকার কারণে সৌদির পতাকা যেখানে সেখানে উড়ানো নিষেধ। এছাড়া পতাকা তৈরিতেও আলাদা নিয়ম-কানুন রয়েছে। যেমন— পতাকার দুই পাশেই কালেমা অঙ্কন করতে হবে, পতাকা সঠিক ভাবে সংরক্ষণ এবং প্রয়োজন হলে ধ্বংস করতে হবে।

কমেন্ট

<<1>>

নাম *

কমেন্ট *

সম্পর্কিত সংবাদ

© ২০১৬ | এই ওয়েব সাইটের কোন লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি | www.dainikprithibi.com
ডিজাইন এবং ডেভেলপমেন্ট - মোঃ রেজাউল ইসলাম রিমন